গোলহীন রোনালদো, আবারও হার আল-নাসেরের
সৌদি প্রো লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে আল-নাসেরের দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। চোট পাওয়ায় তাকে বিশ্রাম দেন কোচ লুইস কাস্ত্রো। সে ম্যাচে হেরে যায় আল-নাসের।
চোট কাটিয়ে রোনালদো দলে ফিরলেও ভাগ্য বদলায়নি আল-নাসেরের। লিগের প্রথম দুই ম্যাচেই হেরে বসেছে শিরোপা প্রত্যাশী দলটি।
আল-তাইয়ুনের বিপক্ষে রোনালদোকে নিয়েই একাদশ সাজায় আল-নাসের। তবে গোলের দেখা তো পায়নি, বরং ২-০ ব্যবধানে হেরেছে আল-তাইয়ুনের কাছে।
তাইয়ুনের হয়ে গোল দুটি করেছেন লিয়ান্দ্রে তায়াম্বা ও আহমেদ বাহুসাইন।
দুই ম্যাচ হেরে লিগ শুরু করা আল-নাসের পয়েন্ট তালিকায় রয়েছে ১৫ নম্বরে।