৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯,৮৪১ জন
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষায় মোট ৯,৮৪১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২০ আগস্ট) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। পিএসসি গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার প্রক্রিয়া শুরু করে।
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ২৯ অক্টোবর তারিখে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। মোট ১৫ হাজার ২২৯ জন পরীক্ষার্থী সফলভাবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
৪৩তম বিসিএসের সার্কুলারে বিভিন্ন ক্যাডারে ১.৮১৪ জন কর্মকর্তা নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। তারমধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০টি, পুলিশ ক্যাডারে ১০০টি, পররাষ্ট্র ক্যাডারের জন্য ২৫টি, শিক্ষা ক্যাডারে ৮৪৩টি, অডিটে ৩৫, তথ্যে ২২টি, ট্যাক্সে ১৯টি, কাস্টমসের ১৪টি এবং সমবায়ের জন্য ১৯টি পদ রয়েছে।