মেসি-ডি ব্রুইনাকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরা হলান্ড
আর্লিং হলান্ডের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা অবধারিতই ছিলো। আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করল উয়েফা। ইউরোপের ২০২২-২৩ মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন আর্লিং হলান্ড।
হলান্ড পেছনে ফেলেছেন লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটি সতীর্থ কেভিন ডি ব্রুইনাকে। দুর্দান্ত এক মৌসুম কাটানোর পুরস্কারই পেয়েছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ঐতিহাসিক ট্রেবল জিতেছেন হলান্ড। ব্যক্তিগতভাবে ভেঙেছেন একের পর এক রেকর্ড।
সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ডও গড়েন হলান্ড।
এই মৌসুমের শুরুটাও দুর্দান্তভাবে করেছেন তিনি। তিন ম্যাচ খেলে তিন গোল করেছেন আর্লিং হলান্ড।