দুই গোল করিয়ে এমএলএস চ্যাম্পিয়নদের বিপক্ষে মায়ামিকে জেতালেন মেসি
মেজর লিগ সকারে গিয়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন লিওনেল মেসি। টানা নয় ম্যাচে গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
যদিও গোল করার ধারা আগের ম্যাচেই থেমেছে মেসির। কিন্তু তিনি তো শুধু গোল করেই ক্ষান্ত নন, গোলে সহায়তা করতেও সমান পারদর্শী।
মেসির দুই গোলের সহায়তায়ই লস এঞ্জেলেস এফসিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই লস এঞ্জেলেস এফসি বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন, তাদের মাঠে এমন জয়ে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রেখেছে মায়ামি।
মায়ামির দেওয়া তিন গোলের কোনোটির পাশে মেসির নাম নেই, তবে দুটি গোলে সরাসরি সহায়তা করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।
শুরুতে ফাকুন্দো ফারিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর মেসির সহায়তা থেকে আরও দুবার জালে বল জড়ান জর্দি আলবা ও লিওনার্দো কাম্পানা।