১০ উইকেটে জিতে সুপার ফোরে ভারত
এশিয়া কাপে নেপালকে পাত্তাই দিলো না ভারত। ১০ উইকেটে জিতে সুপার ফোর নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।
বৃষ্টির বাধায় এই ম্যাচেও কমাতে হয়েছে ওভার। আর সেখানে বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য হয়ে যায় আরো সহজ।
টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দুই ওপেনার ভালোই শুরু এনে দেন, তবে ৬৫ রানের জুটি ভাঙার পরই খেই হারায় নেপালের ইনিংস। কুশাল ভারটেল ২৫ বলে ৩৮ রান করে ঠাকুরকে উইকেট দিলে ভাঙ্গে এই জুটি।
আরেক ওপেনার আসিফ শেখ করেন ৫৮ রান। সোমপাল কামির ৪৮ রানের ইনিংসে নেপাল ২৩০ রান তুলতে পারে। সবকটি উইকেটই হারায় তারা। ভারতের পক্ষে তিনটি করে উইকেট নেন জাদেজা ও সিরাজ।
২৩১ রানের মাঝারি লক্ষ্য আরো ছোট হয়ে আসে বৃষ্টির বাধায়। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ২৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্য পায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল তুলে নেন অর্ধশতক। ২০ ওভার ১ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।