‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর’র তালিকায় বাংলাদেশের মোস্তাফিজ উদ্দিন
'ভোগ বিজনেস ১০০ ইনোভেটর-২০২৩' এর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন।
এ তালিকায় তাকে 'সাসটেইনেবিলিটি থট লিডার' হিসেবে উল্লেখিত করা হয়েছে।
তালিকায় থাকা ব্যক্তিদের সম্পর্কে ভোগ বিজনেস বলে, "এ বছরের সাস্টেইনেবিলিটি উদ্ভাবকরা হলেন এমনসব ব্যক্তি, যারা প্রতিষ্ঠাতা, কর্মী, সংগঠক এবং ডিজাইনার হিসেবে একেক ক্ষেত্রে থেকেও অভিন্ন এক লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন। আর তা হলো: ফ্যাশনের ফুটপ্রিন্টকে আমাদের পৃথিবীর সীমাবদ্ধতার অধীনে নিয়ে আসা; অপচয় ও রিসোর্স কমানো।"
ফ্যাশন শিল্পকে আরও টেকসই করতে অসামান্য অবদান রাখা শীর্ষ ১০০ ব্যক্তিকে তালিকাভুক্ত করে প্রতি বছরই 'দ্য ভোগ বিজনেস ১০০ ইনোভেটরস' ঘোষণা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভোগ ম্যাগাজিন।
এ বছর ভোগ বিজনেস ১০০ ইনোভেটরদেরকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে- টেক অ্যান্ড ওয়েবথ্রি ইনোভেটরস, সাস্টেইনেবল থট লিডারস, নেক্সট-জেন আন্ট্রাপ্রেনরস অ্যান্ড অ্যাজিটেটরস, বিউটি ডিজরাপ্টরস অ্যান্ড চ্যাম্পিয়ন্স অব চেঞ্জ।