আম্পানের ক্ষয়ক্ষতি নিয়ে বাংলাদেশের প্রতি সমবেদনা জানালেন প্রিন্স চার্লস
বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ওয়েলসের রাজপুত্র প্রিন্স চার্লস নিজের এবং তার স্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই চিঠি লিখেছেন।
চার্লস চিঠিতে লিখেছেন, 'আমার স্ত্রী এবং আমি আপনাকে জানাতে চাই যে, প্রবল ঝড় আম্পানের কারণে প্রাণহানির ঘটনা ও ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশের জনগণের প্রতি আমরা গভীরভাবে সমব্যথী।'
এ ঝড়ে যারা নিহত এবং আহত হয়েছেন বা ঘূর্ণিঝড়ের জেরে যাদের বাড়িঘর ভেসে গেছে তাদের সকলের জন্য দু:খ প্রকাশ করেন প্রিন্স চার্লস।
তিনি চিঠিতে আরও লিখেছেন, 'একটি আনন্দদায়ক ঈদ উদযাপনের জন্য প্রস্তুত হওয়ার আগে এটি কতটা ভয়াবহ ছিল তা আমরা বুঝতে পারি।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করে চিঠিতে যুবরাজ বলেন, "আপনি মহামারি কোভিড-১৯ এবং ভয়াবহ এই তীব্র ঝড়ের প্রভাব উভয়ের বিরুদ্ধে লড়াই করছেন। আর মারাত্মক উদ্বেগজনক এ পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সহানুভূতি ও বিশেষ প্রার্থনা জানাই'।