হনুমানের পদ্মা সেতু পাড়ি!
প্রতিদিন হাজারো ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ও মোটরসাইকেল পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। গত ৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দেয় ট্রেনও।
প্রথমবার কে টোল দিলেন, কোন কোম্পানির বাস প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিয়েছে, কার মোটরসাইকেল সবার আগে পদ্মা সেতুতে উঠেছে; সবকিছু নিয়েই মানুষের আগ্রহের কমতি ছিল না।
তবে এবার সম্ভবত পদ্মা সেতু পাড়ি দেওয়া সবচেয়ে বিচিত্র যাত্রীর সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মুখপোড়া হনুমান (Northan plains langur) পদ্মা সেতুর রেলিং দিয়ে দৌড়ে এপাড় থেকে ওপাড়ে যাচ্ছে।
এসময় পদ্মা সেতুতে থাকা কোনো এক যাত্রী সে ভিডিও ধারণ করেন। গত ৩ সেপ্টেম্বর 'শিবচর প্রতিদিন' নামে একটি ফেসবুক পেইজে সে ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি প্রায় ১৭ লাখ মানুষ দেখেছেন এবং এ নিয়ে ১,১০০ এর বেশি মন্তব্য করেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
সেখানে এসেছে মজার মজার কিছু মন্তব্য। রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, পদ্মা সেতুতে উনার সরকারি টোল কত?। সাগর কুমার রয় লিখেছেন, প্রথম যাত্রা শুভ হোক। শিমুল নামের একজন লিখেছেন, প্রথমবার নাচতে নাচতে পদ্মা সেতু পার হলেন তিনি।
অনেকে আবার ভিডিও ধারণকারীকে ধন্যবাদও জানিয়েছেন।