নাইকো দুর্নীতি মামলা: এফবিআই এজেন্ট, কানাডার ২ পুলিশ কর্মকর্তার সাক্ষ্য নেবেন আদালত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষী হিসেবে তলব করার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।
দুদকের আইনজীবী জানান, এই তিনজনকে আদালতে হাজির করতে সমন জারির জন্য দুদকের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল।
আদালতের সমন জারির পর ওই তিন সাক্ষীকে বাংলাদশের আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য দুদকের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে।
২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তি করে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে খালেদা জিয়া ও অন্য চারজনকে আসামি করে মামলাটি দায়ের করে দুদক।
দুর্নীতি দমন সংস্থার মতে, ওই চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া হয়নি এবং চুক্তিটিকে দুর্নীতি দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়েছিল।
এরই পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে দুদক।
পরে খালেদা জিয়াসহ এ মামলার অন্য আসামিরা হাইকোর্টে আবেদন করলে প্রায় ১৫ বছর ধরে মামলার বিচার স্থগিত থাকে।