ম্যাচসেরার পুরস্কারের টাকা মাঠকর্মীদের দিলেন সিরাজ
একাই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার লণ্ডভন্ড করে দেন মোহাম্মদ সিরাজ। তার বোলিং তোপের মুখেই দিকহারা লঙ্কানরা অল্প রানেই গুটিয়ে যায়। ক্যারিয়ার সেরা বোলিং করার পথে ডানহাতি এই পেসার এক ওভারেই নেন ৪ উইকেট। সঙ্গে গড়েন মাত্র ১৬ বলে দ্রুততম ৫ উইকেট নেওয়ার কীর্তি। এশিয়া কাপের ফাইনালে সিরাজের আগুনে বোলিংয়ের প্রশংসা পঞ্চমুখ গোটা ক্রিকেট দুনিয়া।
৭ ওভারে এক মেডেনসহ ২১ রান খরচায় ৬ উইকেট। ওয়ানডেতে এটাই সিরাজের সেরা বোলিং, ভারতের পক্ষে চতুর্থ সেরা। এমন বোলিং ফিগার যেকোনো বোলারের জন্য স্বপ্নের মতো। সিরাজ স্বপ্ন ছুঁয়ে দেখেছেন, দলের শিরোপা জয়ের পথে বল হাতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। মাঠের পারফরম্যান্সে সবাইকে বুদ করে রাখা ভারতের এই পেসার ম্যাচ শেষেও মুগ্ধতা ছড়িয়েছেন। ম্যাচসেরার পুরস্কার হিসেবে পাওয়া অর্থ মাঠকর্মীদের দিয়েছেন তিনি।
বৃষ্টি হানার মাঝে এবারের এশিয়া কাপ সাফল্যের সঙ্গে আয়োজন করতে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে পাল্লেকেলে ও কলম্বোর মাঠকর্মীদের। একটানা প্রবল বৃষ্টি হওয়ায় মাঠ ও উইকেট প্রস্তুত রাখা ছিল বড় চ্যালেঞ্জের। আবার দফায় দফায় বৃষ্টি হওয়াতেও পড়ে প্রভাব। বারবার মাঠ ঢাকা এবং কভার তুলে মাঠ খেলার উপযোগী করে তোলার কাজ সহজ নয়। কঠিন এসব কাজ উৎসাহ নিয়ে করে গেছেন মাঠকর্মীরা।
হ্যালোজেন লাইট থেকে শুরু করে পাখার সাহায্যে পিচ ও আউট ফিল্ড শুকিয়ে তোলার চেষ্টা করতেও দেখা গেছে মাঠকর্মীদের। পুরস্কার হিসেবে মাঠকর্মীদের ৫০ হাজার ডলার পুরস্কার দেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও শ্রীলঙ্কা ক্রিকেট। শামিল হস সিরাজও, ম্যাচসেরার পুরস্কার হিসেবে পাওয়া ৫ হাজার ডলার মাঠকর্মীদের দেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চেই এই ঘোষণা দেন ভারতের এশিয়া কাপ জয়ের এই নায়ক। তিনি জানান, এই অর্থের পরিমাণ কম হলেও মাঠকর্মীদের কৃতিত্বকে স্বীকৃতি দিতেই তার এই সিদ্ধান্ত।
এশিয়া কাপের ফাইনালের আগে এসিসি প্রধান জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, চলতি এশিয়া কাপের নেপথ্যের নায়ক পাল্লেকেলে ও প্রেমদাসার মাঠকর্মীদের ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। ঘোষণামাফিক ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠকর্মীদের প্রতিনিধির হাতে পুরস্কারের অর্থ তুলে দেয় এসিসি।