আসনের ৮৫ ভাগ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস
করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী বরাদ্দকৃত আসনের ৮৫ ভাগ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস। সকাল ৭টায় ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, রোববার ৩৮৭ জন যাত্রী নিয়ে নির্ধারিত সময় সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস। আসন ধারণ ক্ষমতার ৫০ ভাগ হিসেবে এই ট্রেনে আসন সংখ্যা বরাদ্দ দেওয়া হয় ৪৫৪টি। সে হিসেবে ৮৫ ভাগ যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা করে।
স্টেশন ম্যানেজার আরও বলেন, ট্রেন পরিচালনার পূর্বে লোকো মাস্টার (চালক), গার্ড, স্টুয়ার্ট সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ট্রেন এবং প্লাটফর্মে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। প্রতিটি যাত্রীর মাস্ক নিশ্চিত করা হয়। ট্রেনে উঠার আগে তাপামাত্রা পরিমাপ করা হয় প্রতিটি যাত্রীর। একজন যাত্রী মাস্ক নিয়ে না এলে তাকে স্টেশন কর্তৃপক্ষ মাস্ক সরবরাহ করে।
ট্রেন যাত্রীরা বলেন, রেল স্টেশনের পরিবেশ অন্য সময়ের চেয়ে ভিন্ন। ট্রেনে উঠার জন্য কোন তাড়াহুড়া নেই। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলছেন। এই ব্যবস্থাপনা ধরে রাখার দাবি জানান তারা।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৫০ শতাংশ বা অর্ধেক ট্রেনের টিকিট বিক্রির নির্দেশনা রয়েছে। সে হিসাবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ৪৫৪টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত আসনের ৮৫ ভাগ যাত্রী নিয়ে স্টেশন ছেড়েছে সুবর্ণ এক্সপ্রেস।
তিনি আরও বলেন, রোববার বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে সোনার বাংলা এক্সপ্রেসে ধারণ ক্ষমতার ৫০ ভাগ আসন হিসেবে ২৯২টি এবং রাতে সিলেট গামী উদয়ন এক্সপ্রেসে ২৯৮ আসন বরাদ্দ দেওয়া হয়েছে।