মহাখালী ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু
রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মহাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার সকাল ৬টায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেন শিশুদের ধাক্কা দেয়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান, ট্রেনের নিচে চাপা পড়ে মারা যাওয়া শিশুদের বয়স ১০ থেকে ১৪ বছর। পরিবারের কোনো পরিচিত সদস্য বা আত্মীয়স্বজন পাওয়া না যাওয়ায় শিশুদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে ট্রেন কাছাকাছি চলে আসার পর আশপাশের লোকজন তাদের সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা শুনতে পায়নি। এর ফলে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় তারা।
সন্ধ্যা সাড়ে ৬টায় তিন শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা।