ভিসা নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্য দেশের ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না আওয়ামী লীগ।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া আওয়ামী লীগ করে না উল্লেখ করে তিনি বলেন, 'ভিসা নীতি ও নিষেধাজ্ঞা কেন? এটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। আমরা অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। এটা আমাদের ঘোষণা।'
ওবায়দুল কাদের আরও বলেন, 'আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসানীতি নিয়ে কোনো চিন্তা নেই। যারা নির্বাচন চায় না, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।'
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতে রাজনীতির সব ফয়সালা হয়ে গেছে। দুই সেলফিতে বিএনপি নেতাদের রাতের ঘুম শেষ।'
গণতন্ত্র রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, 'আওয়ামী লীগ চায় বিএনপিসহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে যারাই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াবে, জনগণ তাদের প্রতিহত করবে।'
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী নির্বাচন হবে এবং দেশের মানুষ ভোট দেবে।
'ভোট দেবে দেশের জনগণ। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি তাদের ব্যাপার। এখানে পর্যবেক্ষক পাঠানোর নিয়ম আছে। ভিয়েনা কনভেনশন আছে,' বলেন তিনি।