প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স আসছে না: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের থেকে প্রত্যাশা অনুযায়ী রেমিটেন্স আসছে না। দেশের অর্থনীতির অন্য সবকিছু ঠিক আছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় আয়োজিত 'পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সামিট ২০২৩'- এর উদ্বোধনী পর্বের প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি প্রবাসী রয়েছেন। প্রবাসী বসবাসকারী অঞ্চলগুলো থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী রেমিটেন্স পাওয়া যাচ্ছে না। দেশের অর্থনীতির অন্যান্য সবকিছু ঠিক আছে। সমস্যা শুধু রেমিট্যান্স। রেমিট্যান্স বাড়লে রিজার্ভের সংকট দূর হবে। অন্য যেসব সমস্যা আছে, সেগুলোও সমাধান হবে।'
এসময় তিনি মন্ত্রণালয়ের রেমিট্যান্সের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের নতুন নতুন আইডিয়া উদ্ভাবনের নির্দেশনা দেন ।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সম্মেলনের এই পর্বে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক উপস্থিত ছিলেন।
আবদৌলায়ে সেক বলেন, অর্থনীতির শক্তিশালী উন্নয়নের জন্য সরকারি অর্থায়ন ব্যবস্থাপনায় সংস্কার দরকার। এখাতে সংস্কার করা হলেই দারিদ্র্য কমবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। দেশের জ্যেষ্ঠ নাগরিকসহ সামাজিক নিরাপত্তার সুবিধাভোগীরা উপকৃত হবেন।
দিনব্যাপী সম্মেলনে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও ঢাকাস্থ বিশ্বব্যাংক অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সরকারের হিসাব পদ্ধতি, রিপোর্টিং, অর্থ ছাড়, ব্যয়ের ক্ষেত্রে কোথায়, কীভাবে জোর দেওয়া উচিত তা নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা।