'বোলাররা ব্যর্থ হলে পাকিস্তানকে ৪০০ রান করতে হবে'
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে উড়ে গেছে পাকিস্তান। এশিয়া কাপেও ভালো খেলেনি বাবর আজমের দল।
সবমিলিয়ে বিশ্বকাপের আগে কিছুটা চিন্তার ভাঁজ পড়তেই পারে বাবর আজমের কপালে। ব্যাটসম্যানরা রান করলেও বোলাররা খুব একটা সুবিধা করতে পারছেন না। অথচ কাগজে-কলমে পাকিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরাই বলা চলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হলেও, বোলারদের ওপর ক্ষেপেছেন রমিজ রাজা। শাহিন-হারিস রউফরা এমন পারফরম্যান্স বজায় রাখলে পাকিস্তানের ব্যাটসম্যানদের ওপর চাপ বাড়বে বলে মনে করেন রমিজ, 'আমি জানি, এটা শুধুই একটা প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু জয় সব সময় জয়ই। আর জেতা একটা অভ্যাসের ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে পাকিস্তান এখন হারার অভ্যাসের মধ্যে ঢুকে গেছে। তারা প্রথমে এশিয়া কাপে হারল। আর এবার ৩৪৫ রান করেও হারল।'
রমিজ আরো যোগ করেন, 'যদি উইকেট এমন হয়, অবশ্য ভারতের উইকেট সব সময় এমনই, আর বোলাররা যদি এভাবে ব্যর্থ হতে থাকে, তবে ব্যাটস্যানদের এই উইকেটে ৪০০ রান করতে হবে।'
এই ব্যর্থতার ধারা ভাঙতে দলকে নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনার পরামর্শ দিলেন রমিজ, 'পাকিস্তানকে এখন কৌশলে পরিবর্তন আনতে হবে এবং ঝুঁকি নিতে হবে। আমরা তা করছি না। আমরা প্রথম ১০–১৫ ওভার রক্ষণাত্মকভাবে খেলছি, তারপর আক্রমণে যাচ্ছি। '