৯ অক্টোবর আ.লীগের সঙ্গে বৈঠকে বসতে পারে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
আগামী ৯ অক্টোবর ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির একজন সদস্য বৃহস্পতিবার (৫ অক্টোবর) বৈঠকের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তবে বৈঠকের সময় ও স্থান সম্পর্কে কিছু জানাননি তিনি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর প্রতিনিধিদল ৭–১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে।
প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে সফরকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে।
আওয়ামী লীগ সূত্র জানায়, বুধবার (৪ অক্টোবর) রাতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা ওবায়দুল কাদেরকে জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এ সময় সাধারণ সম্পাদকের কক্ষে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতাও বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।