২০২৩ সালে শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী
কারাগারে থাকা ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
মোহাম্মদী ইরানের অন্যতম মানবাধিকারকর্মী। তিনি নারীর অধিকার এবং মৃত্যুদণ্ড বিলোপের ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত।
মোহাম্মদীকে 'মুক্তিযোদ্ধা' হিসেবে অভিহিত করেছেন নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান। শুক্রবার (৬ অক্টোবর) পুরস্কার ঘোষণার বক্তৃতার শুরুতে তিনি ফার্সি ভাষায় 'নারী, জীবন, স্বাধীনতা' শব্দত্রয় উচ্চারণ করেন। ইরানি সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের একটি স্লোগান এটি।
'ইরানে নারীদের বিরুদ্ধে চলা নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় তার লড়াইয়ের জন্য দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার নার্গিস মোহাম্মদীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,' বলেন কমিটির প্রধান বেরিত রেইস-অ্যান্ডারসন।
একাধিক রায়ে বর্তমানে ইরানের এভিন প্রিজনে মোট ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন মোহাম্মদী। এর আগেও তাকে একাধিকবার কারাগারে নিয়েছিল ইরানি কর্তৃপক্ষ।
তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো।
২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিরিন এবাদির নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা ডিফেন্ডারস অভ হিউম্যান রাইটস সেন্টার-এর উপ-প্রধান নার্গিস মোহাম্মদী।
নোবেল শান্তি পুরস্কারের ১২২ বছরের ইতিহাসে এ পুরস্কারজয়ী ১৯তম নারী মোহাম্মদী।
এ পুরস্কারের আর্থিকমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন বা প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার। আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এ পুরস্কার অসলোতে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে।