টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মাহমুদউল্লাহ
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশের পরের ম্যাচটি ভালো যায়নি। বিবর্ণ ব্যাটিং-বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সাকিব আল হাসানের দল। বিশ্বকাপ স্বপ্নের পথে তৃতীয় ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ তাদের কাছে। আর এই ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করার পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেওয়া নিউজিল্যান্ড।
বিশ্বকাপে যেকোনো দলের জন্যই নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ। সর্বশেষ দুটি বিশ্বকাপেরই ফাইনাল খেলেছে তারা। বিশ্ব আসরে কিউইদের দাপট, তাদের বিপক্ষে নিজেদের রেকর্ড এবং ফর্ম বিবেচনায় আজকের ম্যাচটি কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশের। ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে তারা। ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন। তার জায়গায় খেলা শেখ মেহেদি হাসানকে এই ম্যাচে বিবেচনা করা হয়নি। নিউজিল্যান্ডের একাদশেও একটি পরিবর্তন এসেছে। উইল ইয়াংয়ের জায়গায় খেলছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। চোট কাটিয়ে দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন তিনি, ওয়ানডে খেলবেন নয় মাস পর।
বিশ্বকাপে ষষ্ঠবারের মতো নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগের পাঁচ সাক্ষাতে প্রতিবারই কিউইদের বিপক্ষে হেরেছে তারা। ১৯৯৯ বিশ্বকাপে প্রথম সাক্ষাত বাংলাদেশ-নিউজিল্যান্ডের। এরপর ২০০৩, ২০০৭, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে মুখোমুখি হয় এই দুই দল। ওয়ানডেতে এটা হবে বাংলাদেশের ৪২তম সাক্ষাত। আগের ৪১ ম্যাচের ৩০টি জিতেছে কিউইরা, বাংলাদেশের জয় ১০ ম্যাচে।
ভারতের এই ভেন্যুতে দীর্ঘ ২৫ বছর পর খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে খেলা একমাত্র ম্যাচে কেনিয়ার বিপক্ষে হার মানে বাংলাদেশ। বাংলাদেশ, ভারত ও কেনিয়াকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ হয় ১৯৯৮ সালে। এই ম্যাচে খেলা একমাত্র ওয়ানডেতে কেনিয়ার করা ২২৬ রানের জবাবে ১৯৮ রানে অলআউট হয়ে ২৮ রানে ম্যাচ হারে আকরাম খানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক) ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।