চোটাক্রান্ত সাকিব ভারতের বিপক্ষে খেলতে চান, অনুশীলনের পর সিদ্ধান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ ঊরুতে চোট পান সাকিব আল হাসান। পরে ১০ ওভার বোলিং করলেও অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে তার খেলা এখনও নিশ্চিত নয়। অভিজ্ঞ এই অলরাউন্ডার খেলার ইচ্ছার কথা জানালেও তার ব্যাপারে ঝুঁকি নেবে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কেবল শতভাগ ফিট হলেই সাকিবকে খেলানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
আগামী ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে সাকিব খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর এটা যে, তিনি এখন ব্যথামুক্ত। হাঁটাচলায় অস্বস্তি নেই সাকিবের, আজ সাঁতার কাটতেও সমস্যা হয়নি। তবে আরও ছয়টি ম্যাচ বাকি বাংলাদেশের, ঝুঁকি না নিতেই মঙ্গলবার ব্যাটিং ও রানিংয়ের পাশাপাশি আরেক দফা স্ক্যানের পর তার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ পুনেতে সাকিবের চোটের অবস্থা জানাতে গিয়ে খালেদ মাহমুদ বলেন, 'আগের থেকে ভালো। সে (সাকিব) এখন ব্যথামুক্ত। তবে মাঠে কী অবস্থা হয়, সেটা এখন বলা যাবে না। কাল অনুশীলন করে হয়তো রানিং বিটুইন দ্য উইকেট করবে একটু। করলে তখন বোঝা যাবে। তবে আমরা আশাবাদী যে এই ম্যাচের আগে তাকে পাব। আমাদের ধারণা সে খেলতে পারবে। আজ সুইমিং ছিল, আপার পার্টে হয়তো জিম করবে। কাল ব্যাটিংয়ের পর বুঝতে পারব। তারপর স্ক্যান করা হবে। স্ক্যান করার পর সবকিছু আমরা স্পষ্ট বুঝতে পারব।'
'যেহেতু টিয়ারের ব্যাপার, ব্যথা থাকতেই পারে। মাসলে যেহেতু চোট পেয়েছে, টিয়ার থাকবেই। কতোটা রিকভারি হয়েছে সাকিবের, এটা দেখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে (এই ধরনের চোটে) হাঁটলেও ব্যথা হয়। সাকিবের মাশাআল্লাহ এ রকম কিছুই নেই। যার জন্য আমরা আশাবাদী। তবে ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে।' যোগ করেন বিসিবির এই পরিচালক।
সাকিব সাচ্ছন্দ্য বোধ করলে খেলার সিদ্ধান্ত নিতে পারেন, এটা ফিটনেসের ওপর নির্ভর করছে জানিয়ে তিনি আরও বলেন, 'সে রানিং কেমন করে, তা হয়তো কাল পর্যবেক্ষণ করা হবে। যেহেতু গত ম্যাচে চোট পাওয়ার পরও ব্যাটিং করেছে এবং ১০ ওভার বোলিং করেছে। সেরকম যদি হয়, সে যদি স্বাচ্ছন্দ্যবোধ করে, তাহলে হয়তো খেলতে পারে। সাকিব চাইছে খেলতে। তবে এটা নির্ভর করে ওর শতভাগ ফিটনেসের ওপর।'
বিশ্বকাপ মিশনে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য সাকিব, নেতৃত্বভারও তার কাঁধে। বাকি ম্যাচগুলোর কথা ভেবে ঝুঁকির পথে হাঁটবে না বাংলাদেশ। দরকার হলে তাকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলার কথা জানিয়ে খালেদ মাহমুদ বলেন, 'টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে, আমরা চাই না একটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্ট মিস করুক।'
'চিকিৎসক-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না যে এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। সাকিব যা চায় এবং ফিজিওদের মত থাকলে, তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয়, তাহলে আমরা খেলব।' বলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।