নির্বাচনের পরও মাঠে ১৫ দিন নিরাপত্তা বাহিনী রাখতে চায় ইসি
ভোটের পরেও শান্তিশৃঙ্খলা ঠিক রাখার জন্য ১৫ দিন নিরাপত্তা বাহিনী মাঠে রাখতে চায় নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনে ভোটারদের কী বার্তা দেবেন এমন প্রশ্ন করা হলে, আনিছুর রহমান বলেন, "ভোটাধিকার প্রয়োগ করতে গেলে কেউ বাধা দিতে পারবে না…ভোটের পরেও আমরা শান্তি-শৃঙ্খলা ঠিক রাখার জন্য ১৫ দিন যাতে নিরাপত্তা বাহিনী মাঠে থাকে সেই প্রস্তাব রেখেছি। প্রয়োজনে সেটাও ব্যবহার করবো।"
পাশাপাশি তিনি নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে বড় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন।
ইসি বলেন, "আমাদের আবেদন থাকবে নিবন্ধিত ৪৪টি দল, সবাই যেন অংশগ্রহণ করে। আওয়ামী লীগ, বিএনপি নয়, ছোট-বড় দল নয়; সবার প্রতিই আমাদের এ আহ্বান। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে সবাই যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।"
আনিসুর রহমান আরও বলেন, "দলগুলোর সঙ্গে আমাদের যে আলোচনার দরকার ছিল তা আমরা শেষ করেছি। এখন তো আর সেই সময় নেই। আমি ব্যক্তিগতভাবে বলবো একটা সমঝোতার দিকে যাক।"
"এগিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার, সেটা সবার দায়িত্ব। আমাদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আরও বেশি। তারা মাঠে থাকবে, তাদের জনগণের কথাও চিন্তা করা উচিত। দেশ ও জাতির কথা চিন্তা করা উচিত।"
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তফসিল আমরা যথাসময়েই দেবো। যথেষ্ট সময় আছে। নভেম্বরের প্রথম সপ্তাহের কথা বলেছিলাম আমরা, সেটা যে প্রথম সপ্তাহেই হতে হবে, এমন নয়। তবে নভেম্বরের কোনো একটা সময় দেবো।"
যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে কোন শঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, "শঙ্কা তো করছি না। যখন ভোট করবো তখন বিষয়টি আসবে…পরিস্থিতির ওপর নির্ভর করবে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো। কোনো বাধা দেখছি না।"