মাহমুদউল্লাহকে এতো নিচে ব্যাটিং করতে দেখে বিস্মিত পাকিস্তানি সাবেকরা
বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন হয় সাত নয়তো আট নাম্বারে। ভারতের বিপক্ষেই যেমন সাত নাম্বারে নেমেছেন তিনি। করেছেন ৪৬ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে আট নাম্বারে নেমে করেছিলেন ৪১ রান।
কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও মাহমুদউল্লাহকে কেন ব্যাটিং অর্ডারে আরো ওপরে খেলানো হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। যাদের মধ্যে আছেন ওয়াসিম আকরাম, মিসবাহ উল হকরাও।
তাদের কেউই বুঝতে পারছেন না, মাহমুদউল্লাহর মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে কেন বাংলাদেশ সাত বা আট নাম্বারে খেলাচ্ছে। পাকিস্তানি টিভি চ্যানেল এ স্পোর্টসে বাংলাদেশ–ভারত ম্যাচের পর ওয়াসিম আকরাম এটি নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন, 'আপনার মিডল অর্ডারে যখন এত সমস্যা, তখন আপনার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এত নিচে ব্যাটিং করে কীভাবে! মাহমুদউল্লাহ কেন সাত-আটে ব্যাট করবে? তার টেকনিক ভালো, অভিজ্ঞও। বুঝলাম সে ফিনিশার। কিন্তু ফিনিশারের প্রয়োজন তখন পড়বে, যখন আপনার মিডল অর্ডার ভালো করবে।'
আরেক সাবেক পাকিস্তান উইকেটকীপার ব্যাটার মঈন খানের গলায় একই সুর। তার মতে, মাহমুদউল্লাহকে নিচে নামিয়ে তাকে 'ফিনিশার' ভূমিকাটিই ঠিকমতো পালন করতে দেওয়া হচ্ছে না। মঈন বলেন, 'আমার মতে দলের সবচেয়ে ঠান্ডা মাথার ব্যাটসম্যান সে। তাকে নিচের দিকে নামিয়ে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। মাহমুদউল্লাহ ফিনিশ করবে, ঠিক আছে। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর তার ওপর চাপ তৈরি হচ্ছে।'
সাবেক পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক মনে করেন, ভারতের বিপক্ষে যেহেতু সাকিব ছিলেন না তাই মাহমুদউল্লাহকে ওপরের দিকে ব্যাটিং করানো উচিত ছিল, 'একটা ভালো শুরু করেছিল বাংলাদেশ। যেহেতু সাকিব ছিলনা, তাই মাহমুদউল্লাহকে ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ দেওয়া উচিত ছিল। মুশফিক ফর্মে ছিল। বাংলাদেশ মাহমুদউল্লাহকে দিয়ে ইনিংস শেষ করাতে চাচ্ছে ভালোভাবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তো পরিকল্পনা করতে হবে।'