ন্যায়বিচার চাইলেন মাহমুদউল্লাহ
কোটা সংস্কার আন্দোলনে প্রথম প্রাণহানির ঘটনার পরের দিন নিজের প্রতিক্রিয়া জানান মাহমুদউল্লাহ রিয়াদ। শিক্ষার্থীদের জীবন অমূল্য জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। সেই আন্দোলন এখনও চলমান, যা আরও বড় আকারে রূপ নিয়েছে। অসহযোগ আন্দোলনের পাশাপাশি সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়েছে।
এমন সময়ে আবারও সরব মাহমুদউল্লাহ। এবার তিনি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তার চাওয়া, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনায় যেন ন্যায়বিচার করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন মাহমুদউল্লাহ।
ন্যায়বিচারের দাবি জানিয়ে তিনি লিখেছেন, 'আমরা সব সময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।' যদিও সরাসরি শিক্ষার্থীদের পক্ষে কথা না বলায় তার পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সমালোচনা করছেন।
কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রাণহানি হওয়ার সময়ে তিনি পোস্ট দিয়েছিলেন। ১৭ জুলাই দেওয়া পোস্টে তিনি লেখেন, 'আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন, আমীন।'
শিক্ষার্থীদের প্রতিবাদের রং লাল ব্যাকগ্রাউন্ডে পোস্ট দিয়েছেন লিটন কুমার দাস। জাতীয় দলের ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান লিখেছেন, 'বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, তারা যতোই সামনে এগিয়ে যাক না কেন।'
এর আগে কোটা সংস্কার আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানসহ জাতীয় দলের অনেক ক্রিকেটারই। তবে দুই সিনিয়র ক্রিকেটার এবং সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নিশ্চুপ ভূমিকা পালন করায় চরম সমালোচিত হচ্ছেন।