কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে। সোমবার সকাল ৯টা থেকে জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন বেসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে সোমবার সকাল ৯টায় কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এ সময়ে আশেপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকে।
একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারীরা।
সরেজমিনে দেখা যায়, জয়দেবপুরের বাইপাস সড়ক থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকার পেপসি ফ্যাক্টরি গেট সংলগ্ন এলাকায় লাঠিসোটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন শত শত শ্রমিক।
বিক্ষুব্ধ শ্রমিকরা বে-ফুট নামক একটি কারখানার ভেতরে ভাঙচুর চালিয়েছেন। এ সময় তারা আসবাবপত্র, গ্লাস সহ মূল্যবান মালামাল ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, তাদের যে বেতন দেওয়া হয় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয়। ঘর ভাড়া দিয়ে তিনবেলা পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য তাদের নেই। বর্তমান বাজার বিবেচনায় তারা মাসিক ন্যুনতম বেতন ২৩ হাজার টাকা করার আহ্বান জানান।
গাজীপুর-১ শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শতশত শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। যেসব কারখানার শ্রমিকরা আন্দোলনে অংশ না নিয়ে কাজ করছিলেন তাদেরকেও কারখানা থেকে বের করে আনা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।