পরিস্থিতি বিবেচনায় জামায়াতকে সমাবেশের অনুমতি দিতে পারে পুলিশ
অনুমতি না থাকা সত্ত্বেও শাপলা চত্বরে সমাবেশ করতে অনড় জামায়াতে ইসলামী। ইতোমধ্যে মতিঝিলের আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ অবস্থায় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ যদিও জানিয়েছিল, কোনভাবেই তাদের সমাবেশ করতে দেওয়া হবে না, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে।
ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে, পরিস্থিতি বিবেচনায় জামায়াতকে সমাবেশের অনুমতি দিতে পারে তারা। তবে সেখানে কিছু শর্ত জুড়ে দেওয়া হবে।
ঘণ্টাখানেকের মধ্যে সমাবেশ শেষ করে রাস্তা ছেড়ে যেতে হবে, মূল রাস্তার বাইরে দাঁড়াতে পারবে না কেউ। চারপাশ দিয়ে পুলিশ ঘিরে রাখবে তাদের।
আজ শনিবার বেলা ১১টার দিকে মতিঝিলের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়। ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখে পুলিশ। কিন্ত জামায়াত শিবিরের সংখ্যা তুলনায় পুলিশের উপস্থিত সেখানে অনেক কম।