ছোটবেলার গুরুদের পাশে তামিম ইকবাল
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই নিবেদিত প্রাণের মতো কাজ করে আসছেন তামিম ইকবাল। বিভিন্নভাবে করোনা দুর্গতদের সাহায্য করে আসছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এবার সবচেয়ে বড় দায়িত্বটি পালন করলেন তিনি।
যাদের হাত ধরে ক্রিকেটের পথচলা শুরু, সেই সব গুরুদের দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়িয়েছেন তামিম। চট্টগ্রামের ৫০ জন স্থানীয় ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
নিজেদের দুরাবস্থার কথা তামিমকে জানিয়েছিলেন চট্টগ্রামের কয়েকজন স্থানীয় কোচ। এমন খবর শুনে একদম দেরি করেননি বাংলাদেশ ওপেনার। বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে নিজের উদ্যোগের কথা জানিয়ে দ্রুত সব কিছুর ব্যবস্থা করতে বলেন তামিম।
নাফিস ইকবাল রোববার বিকেলে কাজির দেউরিতে পারিবারিক রেস্তোরায় ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই ৫০ জন কোচকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ বিষয়ে নাফিস ইকবাল বলেন, 'আমি এবং তামিম এই কোচদের কাছ থেকেই ক্রিকেটের দীক্ষা পেয়েছি। প্রতিটি ছাত্রের দায়িত্ব এমন দুঃসময়ে তাদের গুরুদের পাশে দাঁড়ানো। চট্টগ্রামের স্থানীয় ৫০ জন ক্রিকেট কোচকে তামিম অনুদান দিয়েছে। তারা যেন কোনোভাবে এটাকে অন্য দৃষ্টিতে না দেখেন, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।'
বাংলাদেশের সাবেক এই ওপেনার জানান, এই ব্যাপারটা জানানোর ইচ্ছা ছিল না তামিমের। কিন্তু কোচদের চাওয়ায় জানানো হয়েছে। নাফিস বলেন, 'তামিম চায়নি এটা প্রচার হোক, কিন্তু কোচরাই চেয়েছেন। এই কোচদের কারণেই অনেক ক্রিকেটার আজ ভালো অবস্থানে। তাদের সম্মানের ব্যাপারটা ছাত্রদেরই ভাবা উচিত।'
করোনাকালে ছোট ভাই তামিমের নানা উদ্যোগে দারুণ উচ্ছ্বসিত নাফিস। এমন একজন ছোট ভাই থাকায় নিজেকে গর্বিত মনে করেন তিনি, 'আমার ছোট ভাই দারুণ কাজ করছে, বড় ভাই হিসেবে এটা দেখতে পারা অনেক প্রশান্তির। ওর কার্যক্রম দেখে বড় ভাই হিসেবে গর্ব হয়। তামিমের কাজ দেখে অনেকেই অনুপ্রাণিতও হচ্ছে, এটা বড় ব্যাপার।'