৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দিলো সরকার
নিত্যপ্রয়োজনীয় খাদ্য আলুর দাম খুচরা এবং হিমাগার উভয় পর্যায়েই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি হওয়ায় সরকার আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন পর্যন্ত ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির ছাড়পত্র দিয়েছে বলে বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান।
এর আগে সোমবার বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে আগ্রহী আমদানিকারকদেরকে আলু আমদানির অনুমতি চেয়ে আবেদন করতে বলে।
একই দিন মন্ত্রণালয় জেলা প্রশাসকদেরকে ১ নভেম্বর থেকে হিমাগার পর্যায়ে সরকার নির্ধারিত ২৬–২৭ টাকা প্রতি কেজি মূল্যে আলু বিক্রি নিশ্চিত করার নির্দেশ দেয়।
এক চিঠিতে মন্ত্রণালয় জানায়, অনেক আলু ব্যবসায়ী হিমাগার ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করছেন; এ পরিস্থিতিতে জেলা কমিশনাররা জেলা বা উপজেলা পর্যায়ে একজন উপযুক্ত কর্মকর্তাকে এক বা একাধিক হিমাগার তদারকির দায়িত্ব দেবেন।
১৪ সেপ্টেম্বর সরকার হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য ২৬–২৭ টাকা এবং খুচরা পর্যায়ে প্রতি কেজি ৩৫–৩৬ টাকা নির্ধারণ করে।
তবে এ সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে আলু কেজিপ্রতি ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি।