বিএনপির আমির খসরু ও স্বপনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (৩ নভেম্বর) তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে আমীর খসরুকে রাজধানীর গুলশান থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। আর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় স্বপনকে।
শুক্রবার তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মতিঝিল জোনের ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী জামিন আবেদন নামঞ্জুর করে দুজনেরই ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে কনস্টেবল আমিরুল হক নিহত হন।
এরপর গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় ১৬৪ জনকে আসামি করা হয়; প্রধান প্রধান আসামি করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।