অবরোধ: বাস মালিকরা চাইলে এসকর্ট দেবে র্যাব
বাস মালিকরা চাইলে অবরোধে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলে বিশেষ নিরাপত্তা (এসকর্ট সার্ভিস) দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দূরপাল্লার যাত্রীবাহী যান চলাচলে যেন কোনো বাধার সৃষ্টি না হয় সেই ব্যাপারটি নিশ্চিত করবে র্যাব। পরিবহন মালিক বা সংশ্লিষ্টরা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সহায়তা দিতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে কাছাকাছি সময়ে চলাচলকারী ৮–১০টি বাস একসঙ্গে ছাড়তে হবে।
তিনি আরো বলেন, র্যাব সদস্যরা বাসগুলোকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এসকর্ট দেবে। বেশিরভাগ বাস মূলত রাতেই চলাচল করে। সেভাবেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। এ ছাড়া সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি চলছে। সারাদেশে র্যাবের ৩০০ এর বেশি টহল থাকবে। কিছু স্থানে র্যাব–পুলিশ যৌথ টহল দেবে।
বিএনপি–জামায়াতসহ কয়েকটি দল দ্বিতীয় দফায় রবিবার ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় ছিল তিনদিনের অবরোধ। এ সময় বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।