অবরোধের দ্বিতীয় দিন: বেড়েছে বাস, অটোরিকশা চলাচল
বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে গতকালের চেয়ে বেশি বাস চলতে দেখা গেছে আজ। ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা চলাচলও বেড়েছে।
রবিবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত রাজধানীর মগবাজার থেকে কারওয়ান বাজার, পান্থপথ, সায়েন্সল্যাব, কলাবাগান, শুক্রাবাদ, শ্যামলী ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল সাড়ে ৯টায় শ্যামলী বাসস্ট্যান্ডে কথা হয় সাভার পরিবহনের হেলপার সাদ্দাম হোসেনের সঙ্গে। তিনি বলেন, "আজকে বাস বেশি চলছে তাই যাত্রী কম পাচ্ছি।" বাসটিতে তখন ১০ থেকে ১২ জন যাত্রী দেখা যায়।
মহাখালী থেকে বৈশাখী পরিবহনের বাসে এসে শ্যামলীতে নামেন বেসরকারি চাকরিজীবী আহসান হাবিব। তিনি বলেন, "চাকরি করি, অফিসে আসতেই হবে। তবে আজকে সহজে বাস পেয়েছি।"
সকাল সাড়ে ৮টার দিকে মগবাজার এলাকায় সিএনজি চালক মোহম্মদ রাসেলের সঙ্গে কথা হয়। তিনি বলেন, "৮টা ২০ মিনিটে রওয়ানা দিয়ে ধোলাইরপাড়, শাহজাহানপুর, খিলগাঁও, মৌচাক হয়ে মগবাজারে ২০ মিনিটে এসেছি। রাস্তা ফাঁকা ছিল, অন্য সময় হলে এ পথ আসতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগতো।"
তিনি বলেন, "রাস্তায় সিএনজি নিয়ে বের হলে ভয় হয়, না জানি কখন ভেঙ্গে ফেলে! কিন্তু পেট তো মানে না। আয় না করলে খাবো কী!"
তিনি বলেন, "অবরোধ হলে যাত্রী কম হয়, আমাদের আয় অর্ধেক হয়। এমনিতে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বাড়ছে তার উপর আয় কমে যাচ্ছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছি।"