ম্যাচশেষে সাকিবদের সঙ্গে হাত মেলাননি লঙ্কান ক্রিকেটাররা
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। সেখানে অবধারিতভাবেই অ্যাঞ্জেলো ম্যাথুসের বিতর্কিত 'টাইমড আউট' নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।
সেসব প্রশ্নের উত্তর দেওয়ার এক পর্যায়ে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, ম্যাচ শেষে শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের কথা কিংবা সৌহার্দমূলক করমর্দন হয়েছে কিনা। সেই প্রশ্নের উত্তরে সাকিব জানালেন, 'খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা মেলাইনি তা নয়, ওরা চলে গেছে।' ম্যাচ শেষে দুই দলের হাত মেলানো সৌজন্যতার অংশ। তবে সেটি দেখানোর প্রয়োজন মনে করেনি লঙ্কানরা।
শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে 'টাইমড আউট' হন ম্যাথুস। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ঢোকেন তিনি। উইকেটে গিয়ে ম্যাথুস বুঝতে পারেন তার হেলমেটের স্ট্র্যাপে কোনো একটা সমস্যা। এরপর তিনি ড্রেসিংরুমে ইশারা করেন নতুন হেলমেটের জন্য।
অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়। এ সময় অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে 'টাইমড আউট'–এর আপিল করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার আবেদনে সাড়া দিয়ে ম্যাথুসকে আউট ঘোষণা করেন মাঠের আম্পায়াররা।