লক্ষ্মীপুর উপ-নির্বাচন: কারাগারে ১ মিনিটে ৪৩টি ব্যালটে সিল মারা সাবেক ছাত্রলীগ নেতা
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণের সময় ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে সিল মারার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আজাদকে গ্রেফতার করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে সিল মারার এই ঘটনার তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। আজ (শনিবার) বিকেলে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এ তদন্ত প্রতিবেদন জমা দেন।
রাত সাড়ে ৮ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন মোঃ ফরহাদ হোসেন। তিনি বলেন, "তদন্ত প্রতিবেদনটি নির্বাচন কমিশনে জমা দিয়েছি। প্রতিবেদন পর্যালোচনা করে নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তদন্তও শেষ হয়েছে। তাদের প্রতিবেদনও আজ ইসিতে জামা দেওয়ার কথা রয়েছে।"
গত মঙ্গলবার লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে ভোট কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এর ধারাবাহিকতায় উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারার বিষয়টি পৃথকভাবে তদন্তের নির্দেশ দেয় কমিশন। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
গত বুধবার লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের ওই কেন্দ্রে ভোট নেওয়া কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রার্থীদের পোলিং এজেন্টদের সাক্ষাৎকার নেয় রিটার্নিং কর্মকর্তার গঠিত তদন্ত কমিটি। জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত করা হয়।
আজাদকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অধীনে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ধারায় পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ছাড়াই সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে।
গত ৫ নভেম্বর (রোববার) লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মোট ১১৫টি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আজাদ ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সীল মারেন। এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাতে ৪৩ টি ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে।