হতে চাইলেন ‘মিস হিটলার’, ভাগ্যে জুটল জেল!
অ্যালিস কাটার। ২৪ বছর বয়সী ব্রিটিশ তরুণী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল খলনায়ক অ্যাডলফ হিটলারের আদর্শে অনুপ্রাণিত হয়ে নাম লিখিয়েছিলেন চরম ডানপন্থি সংগঠন 'ন্যাশনাল অ্যাকশন'-এর সুন্দরী প্রতিযোগিতা 'মিস হিটলার'-এ। সেই অপরাধের শাস্তি হিসেবে কারাবাস ভাগ্যে জুটল তার।
মঙ্গলবার অ্যালিস ও তার জীবনসঙ্গী মার্ক জোন্স (২৫) এবং তাদের আরও দুই 'সহযোদ্ধা' গ্যারি জ্যাক (২৪) ও কনর স্কোদার্নকে (১৯) নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাসী দলে যোগ দেওয়ার অপরাধে কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত।
অ্যালিস ও জোন্সকে ৫ বছর এবং গ্যারিকে ৪ বছর ও কনরকে ১৮ মাসের কারাদণ্ড দেন বার্মিংহামের ক্রাউন কোর্ট। একই মামলায় আরেক অভিযুক্ত ড্যানিয়েল ওয়ার্ডকে গত বছর তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। খবর সিএনএনের।
বলে রাখা ভালো, 'মিস হিটলার' প্রতিযোগিতা আয়োজন ছাড়াও নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ডানপন্থি ভাবাদর্শ প্রচার করছিল ন্যাশনাল অ্যাকশন৷ ২০১৬ সালে সংগঠনটিকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়৷
নিষিদ্ধ হওয়ার পরও সংগঠনের হয়ে কাজ করে যান জোন্স। সংগঠনের সদস্য হিসেবে বাকি তিনজন সহায়তা করেছেন তাকে৷ তবে আদালত জানান, 'মিস বুশেনভাল্ড' ছদ্মনামে 'মিস হিটলার' প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যালিস ওই সংগঠনের সদস্য না হলেও 'বিশ্বস্ত অনুসারী' ছিলেন৷ ব্যক্তিজীবনে তিনি এক রেস্তোরাঁর ওয়েট্রেস।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বুশেনভাল্ডে অসংখ্য ইহুদিকে নির্মমভাবে হত্যা করে হিটলারের নেতৃত্বাধীন জার্মান নাৎসি বাহিনী।