সিগারেট-বিড়ির দাম বাড়ল
ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। এবারের ২০২০-২১ অর্থবছরের বাজেটেও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হল। ধূমপানে স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনা ও রাজস্ব আয় বাড়ানোই দাম বৃদ্ধির মূল লক্ষ্য।
ফলে সিগারেট ও বিড়ির দাম আবার বাড়ল।
প্রস্তাবিত বাজেটে নিম্নমানের ১০ শলাকা সিগারেটের দাম ৩৭ টাকা থেকে বাড়িয়ে ৩৯ টাকা করা হয়েছে। সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫৭ শতাংশ ধার্য করা হয়েছে। মাঝারি মানের ১০ কাঠি সিগারেটের দাম ৬৩ টাকা আর উঁচুমানের ১০ কাঠির দাম ৯৭ টাকা এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের ১০ কাঠি সিগারেটের দাম ১২৮ টাকা ধার্য করা হয়েছে, এরসঙ্গে সম্পূরক শুল্ক দিতে হবে ৬৫ শতাংশ।
২৫ শলাকার বিড়ির দাম ধার্য করা হয়েছে ১৮ টাকা। ১২ শলাকার দাম ৯ টাকা; ৮ শলাকার দাম ৬ টাকা, সঙ্গে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
জর্দা ও গুলের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য ১০ গ্রাম জর্দার দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা ও প্রতি ১০ গ্রাম গুলের দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। দুটোরই সম্পূরক শুল্ক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ করা হয়েছে।