বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছে।
সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী ভোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার লেন থেকে ছিটকে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন জানান, প্রাথমিকভাবে সাতজন আহত হয়েছে বলে জানা গিয়েছিল।
"আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দু'জনকে মৃত ঘোষণা করেন।"
"বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে", যোগ করতেন তিনি।