বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু
পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের 'একতরফা' তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ রোববার (১৯ নভেম্বর) শুরু হচ্ছে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর ঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল। রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে।
হরতালের সমর্থনে সকালে রাজধানীর ধানমন্ডির গ্রীনরোডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও হরতাল শুরুর আগে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান ও আগারগাঁও এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়।
২৮ অক্টোবরের পর বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার হরতাল এটি।
এদিকে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মিরপুর অঞ্চলের আয়োজনে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি মিরপুর-২ নং বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মার্কেটের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
বাড্ডায় মিছিল ও পিকেটিং
হরতালের সমর্থনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লার নেতৃত্বে আহুত ৪৮ ঘণ্টার লাগাতার হরতালের পক্ষে বাড্ডা এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও পিকেটিং কর্মসূচি পালন করা হয়।
রামপুরায় মিছিল, পিকেটিং
৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির পক্ষে মহানগরী মজলিশে শূরার সদস্য এফ আহমেদের নেতৃত্বে রামপুরা সড়কে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে।
উত্তরায় হরতাল সমর্থনে মিছিল
হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা অঞ্চল।
হরতালের সমর্থনে মোহাম্মদপুরে মিছিল
মোহাম্মদপুর পূর্ব থানা আজ সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে।
এছাড়াও ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর ১৩ নং কাফরুল অঞ্চল, গুলশান, পল্লবী, শেওড়াপাড়া এবং দক্ষিণখান-বিমানবন্দর সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।