রানের ফোয়ারা বইয়ে টুর্নামেন্ট সেরা কোহলি
দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। তবে ব্যক্তিগতভাবে এই এক বিশ্বকাপ থেকে যা পেয়েছেন, তাতে ২০২৩ সালকে আলাদা করেই মনে রাখবেন বিরাট কোহলি।
এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন, প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে ৭০০ রান পেরিয়েছেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও।
২০২৩ বিশ্বকাপে সবমিলিয়ে ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। ৯৫ গড়ের সঙ্গে আছে ছয় হাফ সেঞ্চুরি ও তিন সেঞ্চুরি। যার মধ্যে সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ৫০ সেঞ্চুরির রেকর্ড গড়েন কোহলি।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। ৩৭ ইনিংসে ৫৯ গড়ে ১৭৯৫ রান করেছেন তিনি। ১২টি হাফসেঞ্চুরির সাথে রয়েছে পাঁচটি সেঞ্চুরি।