বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
রাজধানীর শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এক বিবৃতিতে জানিয়েছেন, আজ (২১ নভেম্বর) সকাল ৮টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
বিবৃতিতে বলা হয়েছে, একটি মোটরসাইকেলে দুইজন আরোহী এসে মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়েন। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
বিবৃতিতে মির্জা আব্বাসের বাড়ির নিরাপত্তা কর্মীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তারা হামলাকারীদের ধরতে বাইরে ছুটে গিয়েছিলেন। কিন্তু দুষ্কৃতকারীরা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় বাসার পাশে ৩-৪টি মোটরসাইকেলে করে ছয় থেকে আটজন পুলিশ সদস্য অবস্থান নেন।
আফরোজা আব্বাস দাবি করেন, ঘটনার বিষয়ে নিরাপত্তা কর্মীরা পুলিশের কাছে জানতে চাইলেও কোনো ব্যাখ্যা না দিয়ে চলে যায় পুলিশ।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির গণসমাবেশে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় ৩১ অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।