‘ক্রিকেট ফেরার পর ভয়ে থাকবে খেলোয়াড়রা’
করোনাভাইরাসের ধাক্কা সামলে মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি খেলতে ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে ক্যারিবীয়রা। করোনাপরবর্তী সময়ে এটাই প্রথম আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে।
মাঠে ক্রিকেট ফিরলেও সেটা স্বাভাবিক হবে না বলে মনে করেন সুনীল গাভাস্কার। ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান মনে করেন, লম্বা বিরতি শেষে ক্রিকেট মাঠে ফেরার পর ভয়ে থাকবেন ক্রিকেটাররা।
ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান ও ৩০টি সেঞ্চুরি করা গাভাস্কার সালাম ক্রিকেট ২০২০- নামের একটি শোতে বলেন, 'ম্যাচের আগে সব খেলোয়াড়ই ভয়ে থাকবে। তবে তারা যদি ম্যাচের আগে ভালো করে পরীক্ষা করিয়ে নেয়, স্বস্তি পাবে।'
এই অবস্থায় সবার মধ্যে বিশ্বাস রাখতে বলছেন তিনি। গাভাস্কার বলেন, 'সবার মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সেটা সাহায্য করবে। তবে যদি বোলার এবং ফিল্ডাররা মাস্ক পরে খেলা শুরু করে, তাহলে আমার খেলা দেখা হবে না। তবে খেলা শুরু হওয়ার পর সবাই কিছুটা ভয়ে থাকবে।'
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খুব মজার হতে যাচ্ছে বলে মনে করেন ভারতের হয়ে ১২৫ টেস্ট ও ১০৮টি ওয়ানডে খেলা গাভাস্কার। তার বিশ্বাস এই সিরিজ দিয়ে ভবিষ্যতের অবস্থা বোঝা যাবে।
কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, 'এটা খুবই কঠিন হতে যাচ্ছে। কারণ এই ভাইরাসের প্রভাব কেমন এবং এটা ঠিক কীভাবে ছড়ায়, আমরা সেটা জানি না। আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করছি, তবু এটা ছড়িয়ে যাচ্ছে।'
'আমার মনে হয় অক্টোবর পর্যন্ত ক্রিকেট খেলা কঠিন হবে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা মজার হবে। এই সিরিজটা দিয়ে বোঝা যাবে আমরা সামনে ক্রিকেট খেলতে পারব কি না।'