মনোনয়ন-বঞ্চিত হয়ে ভিডিও বার্তায় কাঁদলেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল
দলীয় মনোনয়ন-বঞ্চিত হয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় কাঁদলেন রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হক।
বাগমারা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৪ আসন। এখানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন এনামুল হক। গত তিনবার নির্বাচিত হলেও সাংসদ এবছর তিনি এ আসন থেকে দলের মনোনয়ন পাননি। তার আসনে এবার প্রথম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন– তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
এরপরেই বাগমারাবাসীর উদ্দেশ্যে দেওয়া ৩ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওবার্তায় তাঁকে কাঁদতে দেখা যায়।
কাঁদতে কাঁদতে বাগমারাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি ১৫ বছর ধরে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করে আসছি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজ ঢাকা থেকে বাগমারায় এসে আপনাদের সাথে বসবো, কথা বলবো।
তিনি বলেন, 'আমি রক্তাক্ত জনপদকে শান্তির জনপদ, সকল মানুষের বসবাসের জনপদ করার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ভুলত্রুটি ছিল, তারপরও দলমত সর্বশ্রেণির মানুষকে সাথে নিয়ে কাজ করেছি। এই শান্তির জনপদকে কেউ অশান্ত করার চেষ্টা করবে, সেটা আমি কোনভাবে করতে দিবো না। আমি আপনাদের সাথে নিয়ে এই শান্তির জনপদের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো। আমি আপনাদের পাশে আছি, আমি আজকে বাগমারায় এসে আপনাদের সাথে বসবো, আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে বাগমারাবাসীর পাশে থাকতে চাই। চূড়ান্ত সিদ্ধান্তের কনসিডারেশনের মালিক আপনারা। আমি মনে করি, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে হবে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এজন্য সবাই শান্ত থেকে আগামীর জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করে জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের উন্য়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।'
এনামুল হক আরও বলেন, বাগমারাবাসীর ভালোবাসায় আমি সিক্ত। আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাশে থেকে আপনাদের সকল সমস্যা সমাধান এবং কেউ যেন এ বাগমারাকে অশান্ত করতে না পারে, আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে না পারে তারজন্য আমি আপনাদের পাশে থাকবো। কেউ ভয় করবেন না। আমি আপনাদের পাশে আছি থাকবো।