দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/11/20/jatiya-party.jpeg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলটি ২৮৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
মনোয়নয়ন সংগ্রহ করা প্রার্থীদের বাছাই শেষে আজ সোমবার সন্ধ্যায় এ তালিকা ঘোষণা করা হয়।
এদিন সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
জাতীয় পার্টি মহাসচিব বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করেছে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি।
তিনি বলেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। তবে আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই।
ময়মনসিংহ-৪ আসন ফাঁকা রাখা হয়েছে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য এমনটা জানিয়ে মজিবুল হক চুন্নু বলেন, আমাদের প্রধান পৃষ্ঠপোষক এখনও ফরম নেননি। তার সম্মানার্থেই এ আসনটি ফাঁকা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বাকি আসনগুলোতে একাধিক প্রার্থী থাকায় সিদ্ধান্ত নিতে পারিনি। আগামী ২/১ দিনের মধ্যে আমরা বাকিদের তালিকা দিব। তারপরেও হয়তো দুই-একটি আসন ফাঁকা থাকতে পারে।
রংপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন জিএম কাদের। যেখানে সাদ এরশাদ বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন। এ ছাড়া, রংপুর-১ আসনে মশিউর রহমান রাঙার আসনে দলীয় অন্য প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
প্রধানমন্ত্রীর আসন গোপালগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির কোনও প্রার্থী দলের কাছে মনোনয়ন চায়নি। ফলে সে আসনটি আপাতত ফাঁকা বলে জানিয়েছেন চুন্নু।
এসময় তিনি আরও বলেন, আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয় তা আমরা করছি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যেন নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে কেন্দ্রে এসে, এমন আস্থা যাতে সৃষ্টি হয় আমরা সংশ্লিষ্ট মহলকে সেই অনুরোধ জানাই।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে বসার আহ্বানও জানান তিনি। বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনও সময় আছে আলোচনায় বসার।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর তালিকা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/11/27/finall_mp_list-jp_page-0001.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/11/27/finall_mp_list-jp_page-0002.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/11/27/finall_mp_list-jp_page-0003.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/11/27/finall_mp_list-jp_page-0004.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/11/27/finall_mp_list-jp_page-0005.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2023/11/27/finall_mp_list-jp_page-0006.jpg)