বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা!
বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। রোববার সকালে মুম্বাইয়ে নিজ বাসা থেকে 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'খ্যাত এই অভিনেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৩৪ বছর।
পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সুশান্তের মৃতদেহ। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের।
তার মৃত্যু সংবাদে হতবিহ্বল হয়ে পড়েছে বলিউড। চলচ্চিত্রকার অনুরাগ কাশ্যপ টুইট বার্তায় লিখেছেন, '...এ খবর সত্যি হতে পারে না।'
এর আগে, গত সপ্তাহে সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনিও আত্মহত্যা করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনায় রীতিমতো ক্লান্ত হয়ে উঠেছিলেন সুশান্ত। আর সেটি টুইট বার্তায় প্রকাশও করেন।
তবে এই তারকা অভিনেতা সত্যি আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, আবার, আত্মহত্যা করে থাকলেও এর নেপথ্যে কী কারণ- সেসব প্রশ্নের জবাব হয়তো সময়ই বলে দেবে। এখন সময় দুনিয়াজুড়ে থাকা তার ভক্তদের শোকে ভেসে যাওয়ার।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে তার পরিবার দিল্লি চলে আসে। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন সুশান্ত। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন। নাচও শেখেন। বিনোদন জগতে ব্যস্ততায় পড়াশোনা শেষ করা হয়নি তার।
২০১৪ সালে 'কাই পো চে' চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয় সুশান্তের। 'পিকে', 'কেদারনাথ', 'সুধ দেসি রোমান্স', 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' প্রভৃতি চলচ্চিত্রের মাধ্যমে উদীয়মান তারকা হিসেবে বলিউডে জায়গা করে নিয়েছিলেন তিনি।