সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা হেলপার দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ের শিংলাব এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়কে চলন্ত অবস্থায় ট্রাকটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে জানালার পাশে থাকা সায়মন নামে চালকের সহকারীর হাত পুড়ে যায়। দ্রুত সে গাড়ি থেকে নেমে আগুন নেভাতে পারলেও ট্রাকটির বেশ কিছু অংশ পুড়ে যায়। আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, 'চলন্ত ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়৷ এই ঘটনায় ট্রাক চালকের সহকারী আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।'
এদিকে বুধবার সকাল ৬টা থেকে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সন্দেহ করছে পুলিশ।
তবে ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ বিএনপির গণমাধ্যম শাখা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, 'সোনারগাঁওয়ে অবরোধ সমর্থনে কেউ নেমেছে এমন কোন সংবাদ আমার জানা নেই।'