গাজায় যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ঘোষণা ইসরায়েল ও হামাসের
গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি আজ সকাল ৭ টায় শেষ হতে যাচ্ছিল। এবার ঠিক শেষমুহুর্তে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর প্রস্তাবে রাজি হয়েছে তেল আবিব ও হামাস।
এদিকে গতকাল (বুধবার) ১৬ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মিদের মুক্তি দিয়েছিল হামাস। আর আজ (বৃহস্পতিবার) সকালে ইসরায়েলি কারাগার থেকে ৩০ নারী ও শিশুকে মুক্তি দেওয়া হয়েছে।
চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়া ১৬ জনের মধ্যে ১০ জনকে চুক্তির আওতায় মুক্তি দিয়েছে হামাস। আর যে চার জন থাই ও দুই জন রাশিয়ান-ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে, সেটি চুক্তির অংশ হিসেবে নয়।
এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর থেকে তৃতীয়বারের মতো তেল আবিব সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন। ধারণা করা হচ্ছে যে, দখলকৃত পশ্চিম তীরেও তিনি সফর করবেন তিনি।
গাজায় চলমান যুদ্ধে এখন পযন্ত ১৫ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১২০০ জন।