ফার্মগেটে ককটেল বিস্ফোরণে দুইজন আহত
রাজধানীর ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
ককটেল বিস্ফোরণে মোটরসাইকেল আরোহী বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর এমদাদুল হক খান (৫৬) ও সামিট গ্রুপের ইঞ্জিনিয়ার নাজমুস শাহাদাত আলম (৩৮) আহত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপার মার্কেটের সামনে ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়। রাত ৯টার দিকে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা জানান, তাদের বাসা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে। সন্ধ্যায় কারওয়ানবাজারে কাজ শেষ করে দুজন মোটরসাইকেল নিয়ে বাসার দিকে রওনা হন। পথে ফার্মগেট ফার্মভিউ মার্কেটে সামনে রাস্তায় তাদের পাশে পরপর দুটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরে আঘাত লাগে। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে আলরাজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে বিস্তারিত জানার জন্য।
উল্লেখ্য, বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ শুরু হচ্ছে আগামীকাল রবিবার সকাল থেকে। অবরোধের আগেরদিন সন্ধ্যায় রাজধানীতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিসহ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীদের মুক্তির জন্য গত ২৯ অক্টোবর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে আসছে বিএনপি।