টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি
পরম আরাধ্য বিশ্বকাপ জয়ের পর অষ্টমবারের মতো ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের' পুরস্কারও জিতেছেন। এবার টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকীটি। সেখানে জোকোভিচ, ম্যাক্স ভার্স্টেপ্পেনদের মতো তারকাদের পেছনে ফেলে সেরা হয়েছেন মেসি।
জাতীয় দল এবং ক্লাবের হয়ে সাফল্যেই মেসিকে এই স্বীকৃতি এনে দিয়েছে। প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন এলএম টেন। ২০২২ সালে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ার পর গত জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি।
মেজর লিগ সকারে পয়েন্ট তালিকার একদম নিচে থাকা দলটিকে তাদের ইতিহাসে প্রথম কোনো শিরোপা এনে দিয়েছেন তিনি। মেসি জাদুতেই লিগ কাপ জেতে মায়ামি। মায়ামিতে তিনি যোগ দেওয়ার পরপরই মেসি ম্যানিয়া শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।