টেস্ট র্যাঙ্কিয়ে মিরাজ, নাঈম, শরিফুলের উন্নতি
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন বোলারের। টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। তিনজনের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন শরিফুল, বাঁহাতি এই পেসারের ৯ ধাপ উন্নতি হয়েছে।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বুধবার তা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাওয়া টেস্টের প্রথম ইনিংসে ২টি এবং দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন শরিফুল। এই পারফরম্যান্সে ৯ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে উঠে এসেছেন তিনি।
প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়া ডানহাতি স্পিনার নাঈম হাসান পরের ইনিংসে উইকেটশূন্য থাকেন। এরপরও টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন তিনি, আছেন ৪৪ নম্বরে। বোলিংয়ে নেতৃত্ব দেওয়া মিরাজ দুই ইনিংসেই ৩টি করে উইকেট পান। দুই ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন ডানহাতি এই অফ স্পিনিং অলরাউন্ডার।
ম্যাচে ৫ উইকেট নেওয়া আরেক স্পিনার তাইজুল ইসলামের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ১৪ নম্বরে আছেন কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জয়ের নায়ক। সিলেট টেস্টে ১০ উইকেট নেন তিনি। উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেলের। দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট বাঁহাতি এই স্পিনার সাত ধাপ এগিয়ে ৩৩তম স্থানে আছেন।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে একশর বাইরে থেকে ৫৫তম স্থানে উঠে এসেছেন গ্লেন ফিলিপস। বল হাতেও অবদান রাখায় অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও ৪২ ধাপ এগিয়েছেন তিনি, আছে ২৪তম স্থানে । ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও অলরাউন্ডাদের র্যাঙ্কিংয়ে রবীন্দ্র জাদেজা শীর্ষস্থানে আছেন।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। বোলারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষস্থানে আছেন দুই লেগ স্পিনার ভারতের রবি বিষ্ণই ও আফগানিস্তানের রশিদ খান। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।