গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের আট শহরে ইহুদিদের বিক্ষোভ
গাজায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আটটি শহরে বিক্ষোভ করেছে মার্কিন ইহুদিরা। গত বৃহস্পতিবার হানুক্কার ৮ম রাতে (ইহুদিদের ধর্মীয় উৎসব) বিক্ষোভকারীরা বোস্টন, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসির ব্যস্ত রাস্তা ও সেতুতে যান চলাচল বন্ধ করে দেন।
ইহুদি সংগঠন ভয়েস ফর পিসের বরাতে জানা যায়, প্রায় ৯০ জন বিক্ষোভকারী ওয়াশিংটনের উত্তর-পশ্চিম অংশে নিউইয়র্ক অ্যাভিনিউ পর্যন্ত ওভারপাস অবরোধ করে রাখে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভটি নিউইয়র্ক অ্যাভিনিউ এবং নর্থ ক্যাপিটল স্ট্রিটের সংযোগস্থল বন্ধ করে দিয়েছে এবং তারা জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
ভয়েস ফর পিসের মুখপাত্র এক্স (সাবেক টুইটার)-এ বলেন, "হানুক্কার অষ্টম রাত, ৮টি শহর আর ৮টি সেতু। আমরা সবাই বৃহৎ আকারে এক হচ্ছি, জানাতে যে আর এই যুদ্ধ নয়।"
এছাড়া বোস্টন, আটলান্টা, শিকাগো, মিনিয়াপলিস, সিয়াটল, পোর্টল্যান্ড এবং ওরেগনেও বিক্ষোভ হয়েছে।
রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, ফিলাডেলফিয়ায় প্রায় ২০০ বিক্ষোভকারী স্বল্প সময়ের জন্য আই-৭৬ হাইওয়ে অবরোধ করে ব্যানার ধরে রাখে, যাতে লেখা ছিল: 'গাজা বাঁচুক (Let Gaza Live)' এবং 'আমাদের নামে নয় (Not in our name)'। এ সময় ৩০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
অক্টোবরের ৭ তারিখ থেকে গাজার যুদ্ধের জেরে ফিলিস্তিনপন্থী এবং ইসরাইলপন্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে দেখা যায়।
উল্লেখ্য যে, জাতিসংঘ মঙ্গলবার গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল হামাস জঙ্গিদের নির্মূল করার অঙ্গীকার করেছে।