আ. লীগের থেকে কোনো আসনে ছাড় না পেয়ে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নেবে তরীকত
আওয়ামী লীগের থেকে কোনো আসন না পাওয়ার আসন্ন জাতীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)।
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী টিবিএসকে বলেন, আমরা এখন নিজস্ব প্রতীকে (ফুলের মালা) নির্বাচন করব। আমাদের শেষপর্যন্ত ৪২টি আসনে প্রার্থী আছে। আমরা সর্বশেষ ৫টি আসন চেয়েছিলাম। এখন জোট ও প্রধানমন্ত্রী (এবিষয়ে) কি সিদ্ধান্ত নিলেন, সেটা ওনারা ভালো জানেন।'
ফারুকী বলেন, 'এখনও আমাদের কোন আসন কনফার্ম হয়নি। গত নির্বাচনে আমরা ২টি আসন: চট্টগ্রাম-২ ও লক্ষ্মীপুর-১ এ ছাড় পেয়েছিলাম।'