রেলওয়ের নিরাপত্তায় ২,৭০০ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে: রেলমন্ত্রী
রেলওয়ের নিরাপত্তা জোরদারে ২ হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
ঢাকার তেজগাঁওয়ে আজ (১৯ ডিসেম্বর) মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হওয়ার পর এ পদক্ষেপের কথা জানালেন মন্ত্রী। ঘটনাটি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনায় রেলমন্ত্রী বলেন, রেলপথ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে, এতে ট্রেন চলাচল করে এমন এলাকায় নিরাপত্তা জোরদার করতে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠকে মন্ত্রী সারাদেশে রেলের নাশকতার সাম্প্রতিক ঘটনা নিয়েও আলোচনা করেন।
রেলওয়েতে এসব নাশকতার জন্য রাজনৈতিক কর্মসূচিই দায়ী বলে দাবি করেন মন্ত্রী। কারণ রাজনৈতিক কর্মসূচি ও ধর্মঘটের সময়েই এসব নাশকতার ঘটনাগুলো ঘটছে বলে উল্লেখ করেন তিনি।