যুদ্ধবিরতির প্রস্তাবের ভাষা নিয়ে ক্রমাগত আপত্তি তোলা যুক্তরাষ্ট্র এখন ভোট দিতে প্রস্তুত
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক সাড়ার পর আজ শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক সহায়তা বাড়ানো বিষয়ক প্রস্তাবে ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড উপত্যকাটিতে মানবিক সহায়তা বাড়ানো বিষয়ক প্রস্তাবে সমর্থন করতে প্রস্তুত রয়েছেন বলে জানান।
গতকাল বৃহস্পতিবার তিনি জানান, প্রস্তাবটি মানবিক সহায়তা নিশ্চিত করবে এবং গাজায় মানবিক সহায়তার জন্য মিসর যে ভূমিকা পালন করছে সেটিকে সমর্থন করবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
এর আগে গাজায় যুদ্ধ বন্ধ ও মানবিক সহায়তা বাড়ানো বিষয়ক প্রস্তাবে গত সোমবার (১৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু প্রস্তাবের ভাষা ও কাঠামো নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর সাথে যুক্তরাষ্ট্রের মতানৈক্যের জেরে এ ভোট বার বার পিছিয়ে যাচ্ছিল। প্রস্তাবটিতে যুদ্ধবিরতির বিষয়ে বলা হলেও নানা আলোচনার পর যুক্তরাষ্ট্র কেবল মানবিক সহায়তার বিষয়েই ভোট দিতে আগ্রহ দেখাল।
গত ৮ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য। তাছাড়া বাকি ১৩টি সদস্যসহ বিশ্বের বহু দেশ প্রস্তাবটিতে সমর্থন দিয়েছিল।
এদিকে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা সতর্ক করে জানিয়েছে, অব্যাহত সংঘাতের কারণে যুদ্ধ-বিদ্ধস্ত উপত্যকাটিতে দুর্ভিক্ষের ঝুঁকি প্রতিদিন বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজায় সবগুলো হাসপাতালেই চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং উপত্যকাটির সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা তলানিতে ঠেকেছে।